Flutter Bangla
ডার্ট প্রোগামিং ল্যাঙ্গুয়েজ এ প্রত্যেক ফাংশন ই হচ্ছে এক একটা অবজেক্ট। অ্যারো ফাংশন হচ্ছে সহজ ভাবে লিখা একটি ফাংশন যেখানে একটি মাত্র এক্সপ্রেশান থাকবে। অ্যারো ফাংশন এ আমরা কার্লি ব্রেকেট {} এবং রিটান কিওয়াড় ছাড়া লিখতে পারি।
আমরা নিচের উদাহারন এবং আউটফুট দেখলে বুজতে পারবো;
int add(int x , int y) => x+y;
int sub(int x , int y) => x-y;
main(){
print(add(2,2)); // 4;
print(sub(10,5)); // 5;
}
অ্যারো ফাংশন সবসময় এক্সপ্রেশান এর রেজাল্ট রিটান করবে ; => expression এবং return{ expression }; দুটোর মানেই একই। return keyword er এর দরকার নেই।
More flutter tutorial in bangla
Find us on Facebook,Linkedin